রাসেল ভাইপার প্রাদুর্ভাব সম্পর্কে জনসচেতনতামূলক সভা
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৯৮ বার পড়া হয়েছে
রাসেল ভাইপার সাপের প্রাদুর্ভাব সম্পর্কে জনসচেতনতামূলক সভা সোমবার (১ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসক সুরাইয়া জাহান’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিচালক মো: ছানা উল্যা পাটওয়ারী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার এবি সিদ্দিক, সিভিল সার্জন ডা: আহাম্মেদ কবির।
এ সময় বক্তব্য রাখেন-বিভাগীয় বন কর্মকর্তা আবু ইউসুফ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আরিফুর রহমান,লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসে ষ্ট্রেশন অফিসার রনজিত কুমার,জাকির হোসেন ভূঁইয়া আজাদ প্রমুখ।
সভায় বন অধিদপ্তরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট এর পরিচালক মো: ছানা উল্যা পাটওয়ারী জানান, পৃথিবীতে ৪০৭৩ প্রজাতির সাপ আছে। এর মধ্যে ২০% সাপ বিষধর বাকী ৮০% সাপ বিষধর নয়। বিশ্বে বছরে ৬-৭ হাজার মানুষ সাপের কামড়ে মারা যায় আক্রান্ত হয় ৪-৬ লাখ মানুষ। তবে অনেকে না জেনে বিভিন্ন প্রজাতির সাপ মেরে ফেলছে। তাই কোন সাপ বিষধর তা জানা এবং কেউ আক্রান্ত হলে দ্রুত রোগীকে উপজেলা স্বাস্থ্য হাসপাতাল অথবা জেলা সদর হাসপাতালে চিকিৎসা দিলে রোগী দ্রুত সুস্থ হওয়ার সম্ভাবনা থাকে। দেরী হলে অনেক সাপে আক্রান্ত রোগীর মারা যেতে পারে।
এসময় জেলার বিভিন্ন উপজেলা নিবার্হী কর্মকর্তা, বন বিভাগের কর্মকর্তা, কর্মচারী,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী ও পেশার লোকজন উপস্থিত ছিলেন।