রাজশাহীতে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৩:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
রাজশাহীতে নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। আয়োজন করা হয় দিনব্যাপী কর্মসূচি। রবিবার (১৪ এপ্রিল) সকালে নগরীর বঙ্গবন্ধু চত্বর থেকে মঙ্গল শোভাযাত্রা বের হয়। পরে তা বাংলাদেশ শিশু একাডেমির রাজশাহী কার্যালয়ে গিয়ে শেষ হয়। বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নেতৃত্বে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
এরপর শিশু একাডেমিতে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার। নববর্ষ উপলক্ষ্যে শিশু পরিবারে শিশুদের নিয়ে এবং কারাগারে কারাবন্দিদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুবিধা মতো সময়ে নিজ নিজ ব্যবস্থাপনায় বাংলা নববর্ষ উদযাপন করে।
এছাড়া দিনটি উপলক্ষ্যে রাজশাহী কেন্দ্রীয় কারাগার, শিশুপরিবার, শিশুসদন, এতিমখানা ও নগরীর হাসপাতালগুলোয় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। বরেন্দ্র গবেষণা জাদুঘর, শহীদ কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান সর্বসাধারণের জন্য বিনা টিকেটে সকাল-সন্ধ্যা উন্মুক্ত রাখা হয়।