রাজশাহীতে আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৪:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মার্চ ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান- এর জন্মদিন ও মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজশাহীতে আওয়ামী লীগ, জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । বৃহষ্পতিবার( ২১ মার্চ) বিকেলেএই সভা অনুষ্ঠিত হয়েছে ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়রএ.এইচ.এম খায়রুজ্জামান লিটন ।
আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সদস্য বেগম আখতার জাহান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ, রাজশাহী মহানগরের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ- সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা এমপি, বাংলাদেশ আওয়ামী লীগ, রাজশাহী জেলার সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ এমপি ।
রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি অনিল কুমার সরকার সভায় সভাপতিত্ব করেন। রাজশাহী মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন ও রাজশাহী জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. লায়েব উদ্দিন লাভলু সভা সঞ্চালনা করেন।