সংবাদ শিরোনাম ::
যৌথ বাহিনীর অভিযান শুরু
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:১৬:৪৩ অপরাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু হয়েছে। থানা থেকে পুলিশের লুণ্ঠিত অস্ত্র-গোলাবারুদ উদ্ধারে এই অভিযান।
বুধবার (৪ সেপ্টেম্বর) রাত ১২টা থেকে যৌথ বাহিনীর এই অভিযান শুরু হয়েছে।
যৌথ অভিযানে অংশ নিয়েছে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার, কোস্ট গার্ড ও র্যাব।
বিশেষ এই অভিযানে পুলিশের লুণ্ঠিত অস্ত্র উদ্ধার ও বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যাদের হাতে অস্ত্র দেখা গেছে, অস্ত্র প্রদর্শনী ও নির্বিচারে গুলি বর্ষণ করেছেন এবং অস্ত্র মামলার আসামিদের ধরা হবে।
গত ১৫ বছরে বেসামরিক জনগণকে দেওয়া আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করেছে সরকার। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) ছিল অস্ত্র জমা দেওয়ার শেষ দিন।