সংবাদ শিরোনাম ::
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ইনতাজ আটক
শহিদুল ইসলাম দইচ, যশোর
- সংবাদ প্রকাশের সময় : ০৮:২৪:৪৩ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে
যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশ অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে আটক করেছে পুলিশ।আটককৃতের নাম-ইনতাজ আলী (৩০)। রোববার (৩০ জুন) রাতে বাংলাদেশ-ভারত সীমান্তের শিকারপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়।
বেনাপোল পোর্ট থানার ওসি সুমন ভক্ত জানান, শার্শা উপজেলার সাদিপুর গ্রামের মৃত নবীজ উদ্দিনের ছেলে ইনতাজ আলী ২০০৮ সালে যশোর শহরে হেরোইনসহ আটক হয়। যশোর কোতয়ালি থানায় ২০০৮ সালের ১৫ এপ্রিল তার নামে মামলা হয়। ওই মামলায় যশোর অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক ইনতাজ আলীকে যাবজ্জীবন সস্রম কারাদণ্ডের আদেশ দেন। একই সাথে আসামিকে ৫০ হাজার টাকা জরিমানাও করেন আদালত। এরপর থেকে ইনতাজ পলাতোক ছিরেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করা হয়।