ঢাকা ০৯:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

শহিদুল ইসলাম দইচ, যশোর
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যশোরে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে যশোর উপশহরের পুলিশ ফাড়ির আইসি এসআই কামাল হোসেন শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলো- সাত্তার ওরফে ইকরাম হোসেন(৪৭),মমরেজ ফকির (৫০), আব্দর রহমান ওরফে সালাম(৪৫), এনামুল শেখ(৫২), ও মহিউদ্দিন মাতবর (৪৫)।

এসআই কামাল হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা প্রতাক চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জায়গায় সহজ-সরল মানুষদের বিদেশি মুদ্রা অল্পটায় দেবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই চক্রের আটক ৫ জন যশোর শহরে পালবাড়ি এলজিডি ভবনের পাশে নাসির উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে আস্তাগাড়ে। এখান থেকে তাদের অপকর্ম করে আসছিল। শনিবার রাতে নিউ মার্কেট উপশহর এলাকার বাসিন্ধা প্রনব কুমার নামে ব্যাক্তিকে পঞ্চাশটি একশ রিয়েল ( সৌদি মূদ্রা) পঞ্চাশ হাজার টাকায় দেবে বলে হাত বলের সময় তাদের আটক করা হয়। এসয় দুটি একশ রিয়েল( সৌদি আরব মূদ্রা) দুটি নোট দুই পাশে মাঝখানে সাদা কাগজ অবস্থায় আটক করা হয়।

এ জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক ওই প্রতারকদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যশোরে প্রতারক চক্রের ৫ সদস্য আটক

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৬:৪২ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

যশোরে প্রতারক চক্রের ৫ সদস্যকে আটক করেছে পুলিশ। শনিবার (২৯ জুন) রাতে যশোর উপশহরের পুলিশ ফাড়ির আইসি এসআই কামাল হোসেন শহরের পালবাড়ি এলাকা থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলো- সাত্তার ওরফে ইকরাম হোসেন(৪৭),মমরেজ ফকির (৫০), আব্দর রহমান ওরফে সালাম(৪৫), এনামুল শেখ(৫২), ও মহিউদ্দিন মাতবর (৪৫)।

এসআই কামাল হোসেন জানান, আটককৃতরা আন্তঃজেলা প্রতাক চক্রের সক্রিয় সদস্য। তারা দেশের বিভিন্ন জায়গায় সহজ-সরল মানুষদের বিদেশি মুদ্রা অল্পটায় দেবে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। ওই চক্রের আটক ৫ জন যশোর শহরে পালবাড়ি এলজিডি ভবনের পাশে নাসির উদ্দিনের বাড়িতে বাসা ভাড়া নিয়ে আস্তাগাড়ে। এখান থেকে তাদের অপকর্ম করে আসছিল। শনিবার রাতে নিউ মার্কেট উপশহর এলাকার বাসিন্ধা প্রনব কুমার নামে ব্যাক্তিকে পঞ্চাশটি একশ রিয়েল ( সৌদি মূদ্রা) পঞ্চাশ হাজার টাকায় দেবে বলে হাত বলের সময় তাদের আটক করা হয়। এসয় দুটি একশ রিয়েল( সৌদি আরব মূদ্রা) দুটি নোট দুই পাশে মাঝখানে সাদা কাগজ অবস্থায় আটক করা হয়।

এ জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, আটক ওই প্রতারকদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা হয়েছে।