যমুনায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বোয়াল মাছ
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৪:৫৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪ ১২৮ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে যমুনায় পানি বাড়ার সাথে সাথে ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে বোয়াল মাছ। যমুনা নদীর তীরবর্তী কাজিপুর, বেলকুচি, এনায়েতপুর, শাহজাদপুর , চৌহালী ও সিরাজগঞ্জ সদর উপজেলার যমুনা তীরবর্তী বিভিন্ন এলাকায় মাছ ধরা পড়ছে।
বিশেষ করে চৌহালী উপজেলার যমুনা নদীর কাঁঠালিয়া হিজুলিয়া নামক স্থানে গত কয়েকদিন ধরে রাতে স্থানীয়রা মাছ ধরতে যায়। এ সময় তারা কয়েক ঘন্টার ব্যবধানে বিভিন্ন ওজনের বোয়াল মাছ ধরেন। এ মাছগুলোর মধ্যে অধিকাংশ মাছ ৫ থেকে ৭ কেজি ওজনের। এসব বোয়াল মাছ ধরার খবর ছড়িয়ে পড়লে একনজর দেখতে উৎসুক জনতা ভিড় জমান এবং মাছগুলো দরদাম করতে থাকেন। মাছগুলো বিক্রি না করে ভাগ-বাটোয়ার করে নেন আবার অনেকেই বিক্রী করেআর্থিক সুবিধা পাচ্ছেন ।
সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শাহিনুর রহমান এ বিষয়ে বলেন, যমুনায় মাছ ধরার সময় ডিমওয়ালা মাছ না ধরার পরামর্শ দেন তিনি। জেলা মৎস্য বিভাগ থেকে বিভিন্ন ধরনের পরামর্শের নির্দেশনা দেয়া হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।