মৌসুমী বায়ুর প্রভাব নীলফামারী জনপদে
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৩৭:৩২ অপরাহ্ন, শনিবার, ৩ অগাস্ট ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
মৌসুমী বায়ুর প্রভাব পড়েছে নীলফামারী জনপদে। অবিরাম বৃষ্টিপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষ করে বেকায়দায় পড়েছে খেটে খাওয়া খাটা মানুষগুলো। আর নিত্যপণ্যের বাজার উর্দ্ধমুখে।এতে নি¤œআয়ের মানুষজনের নাভিশ্বাস উঠেছে।
নীলফামারী সদর উপজেলার চড়াইখোলা ইউনিয়নের রব্বানী বাংলা টাইমস কে বলেনম, গত ১ আগষ্ট ভোর রাত থেকে কখনো ভারী বর্ষণ বা কখনো গুড়ি-গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাচ্ছে এ জনপদের উপর দিয়ে। অবিরাম বৃষ্টিপাতে মানুষের জীবন-জীবিকার সংগ্রাম থমকে দাঁড়িয়েছে।স্বাভাবিক কাজকর্মে যেতে পাচ্ছে না অনেকে।বিশেষ করে বেকায়দায় পড়েছে দিনমজুর শ্রেণীর মানুষজন।এসব মানুষজন বৃষ্টিপাতে আর দমকা হাওয়ার প্রভাবে ঘরে অবরুদ্ধ হয়ে পড়েছে।তাদের হাতে কাজকর্ম না থাকায় সংসারের দেখা দিয়েছে অভাব-অনাটন।
নীলফামারী জেলা শহরের অলিগলি দাঁপিয়ে বেড়া অটোরিক্সা চালক মোস্তাকিনের মতো আরোও অনেকে বাংলা টাইমস কে বলেন, গত দুদিন ধরে অবিরাম বর্ষনে মানুষজ অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।তার উপর আজ শনিবার সরকারি ছুটির দিন থাকায় মানুষজনের চলাচল কম থাকায় শহরের রাস্তা গুলো সব ফাঁকা।এখন প্রায় ২ টা বাজে ৫০ টাকাও উপার্যন করতে পানি নাই।আমার সংসারে প্রতিদি নিত্যপ্রয়োজনী কিনতে প্রায় ৫ থেকে ৬শত টাকা লাগে।এ টাকা গুনতে না পারায় সংসারের চলছে অভাব-অনাটন।এসব সংসার চলছে ধারদেনার উপর।
বড়বাজারের মুদি ব্যবসায়ী আফজাল হোসেন বাংলা টাইমস কে বলেন.দুদিন ধরে আকাশ থেকে অঝড়ে ঝড়ছে বৃষ্টি’।আর এ বৃষ্টির কারণে পণ্য বাজারে সরবরাহ কম থাকায় চাল-ডাল মাছ-মাংসো-শাকসবজি বাজার উর্দ্ধমুখে। চাল-ডালসহ প্রতিটি পণ্যের দাম ১০ থেকে ২০ টাকা বেড়েছে।বিশেষ করে কাঁচামরিচ কেজিতে বেড়েছে ৫০ থেকে ৬০ টাকা।এখন প্রতিকেজি কাঁচামরিচ ২শত ২০ থেকে ২৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
প্রয়োজন ছাড়া কেই ঘরের বাইরে বের হচ্ছে না অবিরাম বর্ষণের প্রভাব পড়েছে নিম্নআয়ের মানুষজনের উপরে। তরা নিত্যপণ্যের বাজারে নাভিশ্বাস উঠেছে পণ্য ক্রয়ে।