মৌলভীবাজার ও সিলেটের সাবেক মন্ত্রী-এমপি বিরুদ্ধে ৫৩ মামলা
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৮:৪৮ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৩৮ বার পড়া হয়েছে
ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর এখন বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন মৌলভীবাজার ও সিলেটের পদচ্যুত মন্ত্রী, এমপিসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
ছাত্র আন্দোলন কালে হামলা ও গুলি চালিয়ে হত্যা কিংবা গণহত্যার অভিযোগ ছাড়াও অনেকের নামে হত্যাচেষ্টা, অর্থ পাচার, অবৈধ সম্পদ অর্জন ও বিস্ফোরক আইনে মৌলভীবাজার ও সিলেট বিভাগে অন্তত ৫৬টি মামলা দায়ের করা হয়েছে।
এসব মামলায় আসামির তালিকায় রয়েছে আওয়ামী লীগ সভাপতি ও পদচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের,সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ ও সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ,সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদ, সাবেক পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন,মৌলভীবাজার-২-এর শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক এমপি নেছার আহমদ,সাবেক এমপি জিল্লুর রহমান,সাবেক এমপি মোয়াজ্জেম হোসেন রতন, সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, সুনামগঞ্জ-৫-এর মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-১-এর রনজিত সরকার,হবিগঞ্জ-১-এর আব্দুল মজিদ খান ও ময়েজউদ্দিন রুয়েল, হবিগঞ্জ-৩-এর আবু জাহির, পর্যটনমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৪-এর সায়েদুল হক সুমন।
তবে সিলেট বিভাগের সুনামগঞ্জ-২-এর জয়া সেনগুপ্তা, সুনামগঞ্জ-৪-এর মোহাম্মদ সাদিক ও হবিগঞ্জ-২-এর কেয়া চৌধুরীর বিরুদ্ধে কোনো মামলা হয়নি।
এসব মামলায় আরও রয়েছেন দেশের সাবেক মন্ত্রী-এমপি, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের গুরুত্বপূর্ণ নেতা এবং শীর্ষস্থানীয় পেশাজীবীদের নাম উল্লেখ ছাড়াও বিপুলসংখ্যক নেতাকর্মীকে ‘অজ্ঞাত’ আসামি করা হয়।