ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মোংলায় বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে হামলা, আহত ৫

আবু হানিফ, বাগেরহাট
  • সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় শনিবার দুপুরে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি ওয়ার্ডে দলের প্রতিপক্ষ গ্রæপের হামলায় পাঁচজন নেতাকর্মী আহত ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে ব্যবহৃত ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। মোংলা পের্ট পৌরসভার দুই ও ছয় নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে দুটি স্থানেই মোতায়েন করা হয়েছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের।

বিএনপির আহত পাঁচজন নেতাকর্মী মো. কামাল হোসেন (৫৪), মো. বাহাদুর (৩২), মো. মিজান (৩০) ও মো. রুস্তম (২৮) আব্দুল আহাদ নূরকে (১৮) মোংলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ।

মোংলা পোর্ট পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন জানান, মোংলা পোর্ট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নেতা নির্বাচনে ভোট চলাকালে দুপুর ১২টার দিকে আদর্শ ইসলামী একডেমির সামনে দলে তার প্রতিপক্ষ তার তার ওপর হামলা চালায়। এসময়ে সে ও তার ছেলেসহ ৫জন আহত হন। তিনিসহ আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।

এদিকে একই সময়ে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে মোংলা পোর্ট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়েছে দলেরই প্রতিপক্ষরা। এ সময় ঘটনাস্থলে থাকা মোংলা পোর্ট পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক জানান, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা পের্ট পৌরসভার দুই ও ছয় নম্বর ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলায় পাঁচ নেতাকর্মী আহত ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি স্থানে এখন পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।  

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মোংলায় বিএনপির কমিটি গঠন কেন্দ্র করে হামলা, আহত ৫

সংবাদ প্রকাশের সময় : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

বাগেরহাটের মোংলা পোর্ট পৌরসভায় শনিবার দুপুরে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে দুটি ওয়ার্ডে দলের প্রতিপক্ষ গ্রæপের হামলায় পাঁচজন নেতাকর্মী আহত ও ভোটের মাধ্যমে নেতা নির্বাচনে ব্যবহৃত ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনাও ঘটেছে। মোংলা পের্ট পৌরসভার দুই ও ছয় নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে। উদ্ভুত পরিস্থিতিতে দুটি স্থানেই মোতায়েন করা হয়েছে পুলিশ ও নৌবাহিনীর সদস্যদের।

বিএনপির আহত পাঁচজন নেতাকর্মী মো. কামাল হোসেন (৫৪), মো. বাহাদুর (৩২), মো. মিজান (৩০) ও মো. রুস্তম (২৮) আব্দুল আহাদ নূরকে (১৮) মোংলা উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে ।

মোংলা পোর্ট পৌরসভার দুই নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি প্রার্থী মো. কামাল হোসেন জানান, মোংলা পোর্ট পৌরসভার দুই নম্বর ওয়ার্ডে নেতা নির্বাচনে ভোট চলাকালে দুপুর ১২টার দিকে আদর্শ ইসলামী একডেমির সামনে দলে তার প্রতিপক্ষ তার তার ওপর হামলা চালায়। এসময়ে সে ও তার ছেলেসহ ৫জন আহত হন। তিনিসহ আহতরা উপজেলা হাসপাতালে চিকিৎসা নেন।

এদিকে একই সময়ে কমিটি গঠনের ভোট চলাকালের শেষ পর্যায়ে মোংলা পোর্ট পৌরসভার ৬নম্বর ওয়ার্ডের দিগন্ত সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ব্যালট বাক্স ছিনতাই করে নিয়েছে দলেরই প্রতিপক্ষরা। এ সময় ঘটনাস্থলে থাকা মোংলা পোর্ট পৌর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও বাগেরহাট জেলা বিএনপি সদস্য সৈয়দ নাসির আহমেদ মালেক জানান, এসব ঘটনার জন্য তার দলেরই কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা দায়ী। তাদের বিরুদ্ধে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান জানান, মোংলা পের্ট পৌরসভার দুই ও ছয় নম্বর ওয়ার্ডে বিএনপির কমিটি গঠনকে কেন্দ্র করে হামলায় পাঁচ নেতাকর্মী আহত ও ব্যালট বাক্স ছিনতাইয়ের ঘটনায় এখন পর্যন্ত কেউ কোন অভিযোগ করেনি। তবে অপ্রীতিকর ঘটনা এড়াতে দুটি স্থানে এখন পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।