ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

মূল্যস্ফীতি কমে আসবে, জানালেন অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আশা প্রকাশ করে বলেছেন, চলতি বছরের শেষদিকে মূল্যস্ফীতি কমে আসবে। শুক্রবার (৭ জুন) বিকেল তিনটায় রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই আশার কথা প্রকাশ করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মূল্যস্ফীতি এখনো আমাদের দেশে ৯ শতাংশের ঘরে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি । গৃহীত পদক্ষেপের জন্য মূল্যস্ফীতি ৯ শতাংশে রাখা সম্ভব হয়েছে। আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন-অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ, এনবিআরের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। এই বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটা তার প্রথম বাজেট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মূল্যস্ফীতি কমে আসবে, জানালেন অর্থমন্ত্রী

সংবাদ প্রকাশের সময় : ০৫:২১:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪

অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আশা প্রকাশ করে বলেছেন, চলতি বছরের শেষদিকে মূল্যস্ফীতি কমে আসবে। শুক্রবার (৭ জুন) বিকেল তিনটায় রাজধানীর আব্দুল গনি রোডের ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি এই আশার কথা প্রকাশ করেন।

এ সময় অর্থমন্ত্রী বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। মূল্যস্ফীতি এখনো আমাদের দেশে ৯ শতাংশের ঘরে রয়েছে।

মন্ত্রী আরও বলেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের লক্ষ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ আমরা নিয়েছি । গৃহীত পদক্ষেপের জন্য মূল্যস্ফীতি ৯ শতাংশে রাখা সম্ভব হয়েছে। আমরা যে পদক্ষেপ নিয়েছি তার মাধ্যমে মূল্যস্ফীতি কমে আসবে।

সম্মেলনে উপস্থিত ছিলেন-অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু,প্রধানমন্ত্রীর অর্থ বিষয়ক উপদেষ্টা মশিউর রহমান প্রমুখ, এনবিআরের চেয়ারম্যান ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর।

বৃহস্পতিবার (৬ জুন) ২০২৪-২৫ অর্থবছরের বাজেট উত্থাপন করা হয়। এই বাজেটের আকার সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। এটা তার প্রথম বাজেট।