মিল্টন সমাদ্দার গ্রেপ্তার
- সংবাদ প্রকাশের সময় : ০৯:২৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ৯০ বার পড়া হয়েছে
‘চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিবি পুলিশ রাজধানীল মিরপুর থেকে তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার হারুন অর রশিদ এর সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে অনেক অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে মানুষের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি ও আর্থিক অনিয়ম, নির্যাতন, জমি দখলসহ অনেক অভিযোগ ওঠে। এরপর তাকে নিয়ে শুরু হয় সমালোচনা।
মিল্টন সমাদ্দার প্রথম আলোচনায় আসেন ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ নামের একটি বৃদ্ধাশ্রম গড়ার মাধ্যমে। রাস্তা থেকে অসুস্থ ও ভবঘুরেদের নিয়ে বৃদ্ধাশ্রমে আশ্রয় দেন। এসব কর্মকাণ্ডের জন্য বিভিন্ন পুরস্কারও পেয়েছেন তিনি। সামাজিকমাধ্যমে তার এসব কর্মকাণ্ডের ব্যাপক প্রচারণা রয়েছে।