মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে নিহত ৫
- সংবাদ প্রকাশের সময় : ১১:৫৬:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ মে ২০২৪ ১১২ বার পড়া হয়েছে
হবিগঞ্জের মাধবপুরে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৪ জনসহ ৫ জন নিহত হয়েছে।সিলেট মাজার জিয়ারত শেষে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
বুধববার (১ মে) রাত দেড়টার দিকে ঢাকা- সিলেট মহাসড়কে উপজেলার হরিতলা নামক এলাকায় বাদশা কোম্পানির সামনে সড়ক এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, ঢাকাগামী প্রাইভেট কার (ঢাকা মেট্টো গ -১৩-৩৯৯৪) এর সাথে সংঘর্ষে সিলেটগামী ট্রাক (ঢাকা মেট্টো ট-১৪–৭০৪৬) প্রাইভেটকারটি রাস্তার নিচে পড়ে যায়। অপরদিকে ট্রাকটির কিছু অংশ রাস্তার ওপর ও বাকী অংশ রাস্তার নিচে পড়ে যায়। এতে প্রাইভেটকারের চালকসহ পাঁচজন ঘটনাস্থলে গাড়ির ভিতর আটকা পড়ে মারা যায়।
নিহতরা হলো- পটুয়াখালীর গলাচিপার উপজেলার বোয়ালিয়া গ্রামের কামরুন্নাহার (৩৫), তার স্বামী মো: জামাল মিয়া (৪০), এনামুল (৩৫), অনন্ত (১১) এবং হারুন বেপারী(৩৪)।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি বদরুল কবীর জানান, নিহতদের বাড়ি বরিশাল তাই তাদের স্বজনদের আসতে দেরি হচ্ছে। নিহতদের পরিবারের সদস্যরা এলে মরদেহ হস্তান্তর করা হবে।