মাও: আমীর হামযার তাফসিরুল কোরআন মাহফিলে মানুষের ঢল
- সংবাদ প্রকাশের সময় : ০২:১২:১৫ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৮৪ বার পড়া হয়েছে
গাইবান্ধা পলাশবাড়ীতে এস এম পাইলট মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে দেশের জনপ্রিয় মুফতি মাওলানা আমির হামজার তাফসিরুল কোরআন মাহফিলে লাখো মানুষের ঢল নামে। পলাশবাড়ী আদর্শ এতিমখানার আয়োজনে শুক্রবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় এ মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির মাওলানা আব্দুল করিম। মাহফিলে একজন সনাতন ধর্মাবলম্বী একজন হিন্দু ইসলাম ধর্ম গ্রহণ করেছে বলে নিশ্চিত হওয়া গেছে।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কাওসার মোঃ নজরুল ইসলাম লেবু মাওলানা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জামায়াত নেতা অধ্যক্ষ গোলাম মোস্তফা,সাবেক ভাইস চেয়ারম্যান আবু তালেব মাষ্টারসহ জামায়াত ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মাহফিলকে ঘিরে আশেপাশের কয়েকটি জেলার নারী পুরুষ আসতে থাকে। বাদ এশার মধ্য কানায় কানায় পুর্ণ হয় স্কুল মাঠ। রাত সারে ৮ টায় শুরু হয় পবিত্র কোরআনের তাফসির শেষ হয় রাত সারে ১০ টায়। শান্তিপূর্ণ পরিবেশে এ মাহফিল পরিচালনা করা হয় এবং রাত ১১ টায় আখেরী মোনাজাতের মধ্য দিয়ে তাফসিরুল কোরআন মাহফিলের শেষ হয়#