ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যু, পেশেন্ট কেয়ারের ওটি রুম সিলগালা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১০:২৪ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
বাগেরহাটের কচুয়ার পেশেন্ট কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের অপারেশন থিযেটার সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সাথে ভ্রাম্যমাণ আদালত ক্লিনিককে ৫ হাজার টাকা জরিমানা করেছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জী জানান, ক্লিনিকের রেজিষ্টেশেন নবায়ন না থাকায় ৫ হাজার টাকা জরিমানা ও অপারেশন থিয়েটার সিলগালা করা হয়েছে । তবে পেশেন্ট কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার অন লাইনে আবেদন করেছে রেজিষ্টেশন নবায়ন করার জন্য বলে জানান উপজেলা নির্বাহী অফিসার ।
এদিকে, আবাসিক চিকিৎসক না থাকায় অতিরিক্ত রক্তক্ষরণে চিকিৎসাধীন প্রসূতী মায়ের মৃত্যুর ঘটনায় গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত কার্যক্রম প্রায় শেষ পর্যায়ে। আগামী বুধবার রিপোর্ট জমা দেয়ার কথা বলেছে কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আ, স, মোঃ মাহবুবুল আলম।
উল্লেখ্য, কচুয়া উপজেলার সোনাকুড় গ্রামের বিলকিস বেগম (৩৫) নামে এক গর্ভবতী মা গত ১৯জুন সিজারের জন্য কচুয়ায় পেশেন্ট কেয়ার ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হয় । সেখানে ডা. অসীম কুমার সমদ্দার ও ডা. ইন্দ্রজিৎ সিজার সম্পন্ন করে। কিছু সময় পর প্রসূতি মায়ের রক্তক্ষরণ শুরু হলে ক্লিনিকে কোন দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক না থাকায় ক্লিনিকের নার্স সারমিন আক্তার তার চিকিৎসা করার চেষ্টা করেন। এক পর্যায়ে প্রসুতি মায়ের রক্তক্ষরণ বন্ধ না হওয়ায় রাত সাড়ে ৯ টার পরে রোগীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। সেখানে গিয়ে রোগীর অবস্থা আরও অবনতি হলে কিছু সময় পরেই রোগী মারা যায়।