সংবাদ শিরোনাম ::
ভারত থেকে আসছে ৫০ হাজার টন পেঁয়াজ
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১১:০৩:০৪ অপরাহ্ন, রবিবার, ২৪ মার্চ ২০২৪ ১৩৭ বার পড়া হয়েছে
ভারত থেকে আসছে ৫০ হাজার মেট্রিক টন পেঁয়াজ। রোববার (২৪ মার্চ) বিকেলেএক আলোচনা সভায় তিনি বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন আহমেদ।
এ সময় আহসানুল ইসলাম টিটু বলেন, প্রাকৃতিক দুর্যোগ, মহামারির জন্য কখনো বাজারকে মারাত্মকভাবে ব্যাহত করে। কিন্তু সরকার বাজারে কোনো অনৈতিক আচরণ শনাক্ত করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
তিনি আরও বলেন, চুক্তি অনুযায়ী ভারত থেকে পেয়াজ আসবে। ভারতের নিষেধাঞ্জায় পেঁয়াজ রপ্তানিতে প্রভাব ফেলবে না। চুক্তি অনুযায়ী ৫০ হাজার টন পেঁয়াজ আসবে।