ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১৩ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

ভারতের বক্তা দেলওয়ার হোসেনর প্রতারণার শিকার তাফসির  কমিটি

ফেরদৌস সিহানুক (শান্ত), চাঁপাইনবাবগঞ্জ
  • সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসীর মাহফিলে প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা ভারতের  মাওলানার দৌয়ার হোসেনের  বিরুদ্ধে। এ নিয়ে শনিবার দুপুরে ভুক্তভোগী  পারকানসাট কেন্দ্রীয় গোরস্তান কমিটির ব্যানারে পারকানসাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির সভাপতি মোশারফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পারকানসাট কেন্দ্রীয় গোরস্তানের উন্নয়নের লক্ষে গত ২১ ও ২২ জানুয়ারী তাফসীরের দিন ধার্য করা হয়।

এতে প্রথম দিনের বক্তা ছিলেন দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশের নাম করা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি দুটি মোবাইল নম্বর দেন কমিটিকে। সেই সূত্র ধরে দুটি মোবাইল নম্বরে

যোগাযোগ করলে রফিকুল ইসলাম মাদানী পরিচয়ে ২০ ও ২১ জানুয়ারী ওই দুটি মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা অগ্রিম নেন। একই সঙ্গে দ্বিতীয় দিনের তাফসীরে উপস্থিত থাকার সম্মতি দেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,২২ জানুয়ারী সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই দুই মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আসবেন বলে জানাতে থাকেন।

এক পর্যায়ে রাত সাড়ে ৯টার পরে ওই দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, রফিকুল ইসলাম মাদানী হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক ধারণা- প্রথম দিনের বক্তা ভারতীয় নাগরিক দেলোয়ার হোসেনের মাধ্যমে কমিটি প্রতারণার শিকার হয়েছে। প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নিবেন বলেও জানান কমিটির সভাপতি মোশারফ হোসেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাফসীর কমিটিকে অনেক কটুক্তিমূলক বাক্য ব্যবহার হেয়-প্রতিপন্ন করা হয়েছে। তবে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য মেলেনি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও সারাফাত হোসেন চয়ন, অন্যান্য সদস্যসহ এলাকাবাসী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ভারতের বক্তা দেলওয়ার হোসেনর প্রতারণার শিকার তাফসির  কমিটি

সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৯:১১ অপরাহ্ন, শনিবার, ২৫ জানুয়ারী ২০২৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসীর মাহফিলে প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা ভারতের  মাওলানার দৌয়ার হোসেনের  বিরুদ্ধে। এ নিয়ে শনিবার দুপুরে ভুক্তভোগী  পারকানসাট কেন্দ্রীয় গোরস্তান কমিটির ব্যানারে পারকানসাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির সভাপতি মোশারফ হোসেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, পারকানসাট কেন্দ্রীয় গোরস্তানের উন্নয়নের লক্ষে গত ২১ ও ২২ জানুয়ারী তাফসীরের দিন ধার্য করা হয়।

এতে প্রথম দিনের বক্তা ছিলেন দেলোয়ার হোসেন। তিনি বাংলাদেশের নাম করা মাওলানা রফিকুল ইসলাম মাদানীকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি দুটি মোবাইল নম্বর দেন কমিটিকে। সেই সূত্র ধরে দুটি মোবাইল নম্বরে

যোগাযোগ করলে রফিকুল ইসলাম মাদানী পরিচয়ে ২০ ও ২১ জানুয়ারী ওই দুটি মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে ৪০ হাজার টাকা অগ্রিম নেন। একই সঙ্গে দ্বিতীয় দিনের তাফসীরে উপস্থিত থাকার সম্মতি দেন। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন,২২ জানুয়ারী সকাল থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ওই দুই মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আসবেন বলে জানাতে থাকেন।

এক পর্যায়ে রাত সাড়ে ৯টার পরে ওই দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়। নিরুপায় হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয়, রফিকুল ইসলাম মাদানী হঠাৎ গুরুত্বর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। প্রাথমিক ধারণা- প্রথম দিনের বক্তা ভারতীয় নাগরিক দেলোয়ার হোসেনের মাধ্যমে কমিটি প্রতারণার শিকার হয়েছে। প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নিবেন বলেও জানান কমিটির সভাপতি মোশারফ হোসেন।

এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাফসীর কমিটিকে অনেক কটুক্তিমূলক বাক্য ব্যবহার হেয়-প্রতিপন্ন করা হয়েছে। তবে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য মেলেনি। এ সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও সারাফাত হোসেন চয়ন, অন্যান্য সদস্যসহ এলাকাবাসী।