ভাড়া বাড়ছে ট্রেনের
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪০:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৯৬ বার পড়া হয়েছে
সব ধরনের ট্রেনের ভাড়া আগামী ৪ মে থেকে বাড়ছে। রেয়াত প্রত্যাহারের মাধ্যমে ট্রেনের ভাড়া সমন্বয় করবে বাংলাদেশ রেলওয়ে। সোমবার (২২ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
২০২৩ সালের শেষার্ধে সাত বছর পর রেলওয়ের বিভিন্ন সেতু ও ভায়াডাক্টে পন্টেজ চার্জ আরোপের মাধ্যমে আয় বাড়ানোর উদ্যোগ নেয় বাংলাদেশ রেলওয়ে। কোন যাত্রী ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে গেলে তার ভাড়ার ক্ষেত্রে এতোদিন ধরে ছাড় দিয়ে আসছিলো রেলওয়ে।
আগামী ৪ মে থেকে এই ছাড় প্রত্যাহার করা হচ্ছে। ফলে বাড়ছে সব ধরনের ট্রেনের ভাড়া। এর আগে ২০১২ ও ২০১৬ সালে ভাড়া বাড়িয়েছিলো রেলওয়ে।
জানা গেছে, ১০১-২৫০ কিলোমিটার ভ্রমণে ২০ শতাংশ, ২৫১-৪০০ কিলোমিটার পর্যন্ত ২৫ শতাংশ আর ৪০০ কিলোমিটারের বেশি ভ্রমণে ৩০ শতাংশ একজন যাত্রী রেয়াত কর সুবিধা পান। যা বাতিল হচ্ছে।
রেলের এই প্রস্তাবনা অনুমোদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যা চলতি মাসের ১ তারিখ থেকে কার্যকর হওয়ার কথা ছিল।