সংবাদ শিরোনাম ::
ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহী নিহত
বাংলা টাইমস ডেস্ক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৫৩:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অগাস্ট ২০২৪ ৮৩ বার পড়া হয়েছে
ব্রাজিলে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৬১ জন আরোহী নিহত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) ১টা ৩০ মিনিটের দিকে এই ঘটনা ঘটেছে।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি সাও পাওলো আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিধ্বস্ত হয়। সাও পাওলো থেকে ৮০ কিলোমিটার দূরে ভিনহেদো শহরটির অবস্থান।
ভিডিওতে দেখা যায়, এআরটি-৭২ মডেলের বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ওপর বিধ্বস্ত হয়। এরপর কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
ভ্যালিনহসের কর্মকর্তারা জানান, বিমান দুর্ঘটনায় কোন আরোহী বেঁচে নেই। তবে আবাসিক এলাকায় বিমানটি বিধ্বস্ত হলেও বাসিন্দাদের কেউ মারা যায়নি।