সংবাদ শিরোনাম ::
বুধবার বন্ধ থাকবে ব্যাংক!
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:১৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ জুন ২০২৪ ৭৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন ও বরিশালের গৌরনদী পৌরসভার মেয়র পদের উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় ব্যাংক বুধবার (২৬ জুন) বন্ধ থাকবে।
রবিবার (২৩ জুন) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের গত ১৯ জুনের প্রজ্ঞাপন অনুযায়ী আগামী ২৬ জুন নারায়ণগঞ্জের কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন ও বরিশালের গৌরনদী পৌরসভার মেয়রের শূন্য পদের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোটের দিন সংশ্লিষ্ট নির্বাচনি এলাকায় অবস্থিত তপশিলি ব্যাংকগুলোর আঞ্চলিক কার্যালয়সহ সব শাখা বা উপশাখা বন্ধ থাকবে।
এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে দেশে কার্যত সব তপশিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।