বিনামূল্যে সার ও বীজ পেলেন পাঁচ শতাধিক কৃষক
- সংবাদ প্রকাশের সময় : ০৫:৪০:০২ অপরাহ্ন, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪ ৬০ বার পড়া হয়েছে
উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় দিনাজপুরের ফুলবাড়ীতে ৫৮০ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার,উফশি আউশ জাতের ধান ও পাট বীজ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১১টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা চত্বরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর মো. আল কামাহ্ তমাল।
এ সময় উপস্থিত ছিলেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা সাহানুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোছা. রুম্মান আক্তার জানান,২০২৩-২৪ অর্থবছরে খরিফ-১/২০২৪-২৫ মৌসুমে উফশী আউশ জাতের ধান ও পাট চাষে প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকার ৫শ’ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রতি এক বিঘা জমির জন্য জনপ্রতি প্রতিটি কৃষককে ৫ কেজি করে আউশ জাতের ধানের বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি এমওপি (পটাশ) সার এবং একইভাবে ৮০জন কৃষককে বিঘাপ্রতি এক কেজি করে পাট বীজ বিনামূল্যে বিতরণ করা হচ্ছে।