বললেন প্রধান বিচারপতি
বিচার বিভাগের স্বাধীনতার জন্য আলাদা সচিবালয় জরুরি
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৪:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৪৪ বার পড়া হয়েছে
প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, বিচারকদের পদোন্নতি ও বদলিতে আইন মন্ত্রণালয়ের কর্তৃত্ব বিলোপ করতে হবে। বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের অধীনে আলাদা সচিবালয় করতে হবে। আলাদা সচিবালয় প্রতিষ্ঠার জন্য শিগগিরই মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হবে।
সৈয়দ রেফাত আহমেদ বলেন, শাসনের আইন নয়, আইনের শাসন প্রতিষ্ঠা করাই বিচার বিভাগের মূল দায়িত্ব। বিচারকদের বদলি, পদায়ন ও পদোন্নতির ক্ষেত্রে গ্রহণযোগ্য নীতিমালা করা হবে। বিগত বছরগুলোতে বিচার বিভাগের ওপর নগ্ন হস্তক্ষেপ হয়েছে।
শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুপ্রিম কোর্টের মূল ভবনের ইনার গার্ডেনে দেয়া অভিভাষণে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রায় দুই হাজার বিচারক উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন, জরুরি ভিত্তিতে বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় করার প্রস্তাব দিয়ে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এর পাশাপাশি বিচারকদের পদায়নের জন্য পৃথক নীতিমালা করা হবে। সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে দ্রুত নীতিমালা প্রণয়ন করা হবে। একই সাথে সুনির্দিষ্ট আইনও করা হবে।
তিনি আরও বলেন, আমাদের কঠিন সময়ে দায়িত্ব দেওয়া হয়েছে। ৪২ লাখ মামলার জট রয়েছে। মুদ্রার ওই পিঠে রয়েছে বিচারক সংকট। মাত্র দুই হাজার বিচারক দিয়ে এটা সম্ভব নয়। দক্ষ জনবল নিয়োগ জরুরি। বিচার বিভাগে কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে স্বচ্ছতার জন্য কমিশন নিয়োগ করতে হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ও বিচার বিভাগ সংস্কার কমিটির প্রধান বিচারপতি শাহ আবু নাঈম মমিনুর রহমান।