বিএনপির দুই নেতার নামে মামলা, প্রতিবাদে সংবাদ সম্মেলন
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ ৪১ বার পড়া হয়েছে
জামালপুরের ইসলামপুরে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩১ নেতাকর্মীর বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলায় বিএনপির ইউনিয়নের দুই নেতাকে জড়ানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এএসএম আঃ হালিম সচিব সমর্থিত বিএনপির একাংশ নেতৃবৃন্দ।
সোমবার (৯ সেপ্টেম্বর) রাতে এএসএম আঃ হালিম সচিব সমর্থিত বিএনপির অস্থায়ী কার্যালয়ে উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল।
তিনি বলেন, আয়ুব আলী বাদী হয়ে বৃহস্পতিবার (৬সেপ্টেম্বর) ইসলামপুর থানায় মামলাটি দায়ের করেন। এতে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরল ইসলাম নবাব ও পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম ঢালীর পরামর্শে উপজেলার পাথর্শী ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সোনা ফারাজী ও যুবদল নেতা পিয়াসকে আওয়ামী লীগের সাথে মামলায় জড়ানো হয়েছে। যাহা প্রতিহিংসার স্বীকার। আমরা উক্ত ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।
এ সময় উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকিউল হক তিব্বত,পৌর বিএনপির সাবেক সভাপতি জয়নাল আবেদীন সরকার,সাংগঠনিক সম্পাদক মাহাবুল ইসলাম,শ্রম বিষয়ক সম্পাদক মিন্টু মিয়া,পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সাখাওয়াত হোসেন সুজন সহ অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।