বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় শিক্ষকসহ দু’জন নিহত
- সংবাদ প্রকাশের সময় : ১১:৪৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৩১ বার পড়া হয়েছে
বাগেরহাটের সাইনবোর্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মো. আলামীন খান (৪৫) নামে এক শিক্ষক ও মো. হরমুজ গাজী (৬৫) এক কৃষক নিহত হয়েছে। এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছে।
আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত কৃষক হরমুজ গাজীর বাড়ী পার্শ্ববর্তী শরণখোলা উপজেলার পূর্ব খোন্তাকাটা গ্রামে। অন্যদিকে নিহত শিক্ষক মো. আলামীন খান মোরেলগঞ্জ শ্রেনীখালী গ্রামের বাসিন্ধা ও স্থানীয় শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন। চাকুরী জাতীয়করণের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে উপজেলা সদর থেকে বাড়ী ফেরার পথে এই শিক্ষক সড়ক দুর্ঘটনার নিহত হন।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুদ্দিন জানান, মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে সাইনবোর্ড- শরণখোলা আঞ্চলিক মহাসড়কে উপজেলার কাঁঠালতলা এলাকায় ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটির যাত্রী কৃষক হরমুজ গাজী ঘটনাস্থলে নিহত হন। নিহতের ছেলে সহযাত্রী ছেলে মাসুম গাজী ও চালক আনোয়ার হোসেন গুরুতর আহত হন। গুরুতর আহত দুইজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
একই দিন দুপুরে একই মহাসড়কের সোলমবাড়িয়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা থেকে শরণখোলাগামী একটি দূরপাল্লার পরিবহন একটি রিক্সভ্যানকে চাপা দিলে ঘটনাস্থলে শ্রেনীখালী শহীদ শেখ রাসেল-মুজিব মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো. আলামীন খান নিহত ও রিক্সভ্যান চালক মশিউর রহমান খান (৫৫) আহত হয়। আহত রিক্সভ্যান চালককে উদ্ধার করে মোরেলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে।