বাগেরহাটে বৈষম্য নিরসনে শিক্ষকদের মানববন্ধন (ভিডিও)
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৫৪:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৪ ৬৪ বার পড়া হয়েছে
বাগেরহাটে গ্রেড বৈষম্যর প্রতিবাদে মানববন্ধন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। বৃহস্পতিবার (২৬ সেপ্টম্বর) সকাল ৮টায় বাগেরহাট প্রেসক্লাবের অনুষ্ঠিত এই মানববন্ধনে দশম গ্রেড বাস্তবায়নের দাবি জানান শিক্ষকরা।
বাগেরহাট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দের ব্যানারে অনুষ্ঠিত কর্মসূচিতে অংশ নেয়া শিক্ষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সাথে বৈষম্যমুলক আচরণ করছে সরকার। স্নাতক সমমানের যোগ্যতায় পুলিশের সাব ইন্সপেক্টর, মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক, মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা, ডিপ্লোমাধারী নার্স, উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন দেয়া হচ্ছে। সেখানে একই যোগ্যতা সম্পন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১৩তম গ্রেডে বেতন দেয়া হচ্ছে। তৃতীয় শ্রেনীর কর্মচারী কখনোই প্রথম শ্রেনীর নাগরিক গড়ে তুলতে পারেনা। শিক্ষকনরা এই বৈষম্য দূর করার দাবি জানান।
দ্রুত তাদের এই যৌক্তিক দাবি পারণ না হলে পরবর্তীতে আরো বৃহত্তম কর্মসূচি পালনের ঘোষনা দেন শিক্ষক নেতারা।
প্রাথমিক বিদ্যালয়ের দুই শতাধিক সহকারী শিক্ষকদের মানববন্ধনে বক্তৃতা করেন শিক্ষক নেতা মো. শরিফুল ইসলাম, তরিকুল ইসলাম, শামসুল হাদী, নাজমুল হুদা, সালমিন আলম, মোশের্দা বাধন প্রমুখ।
মানববন্ধন শেষে বাগেরহাট জেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ প্রধান উপদেষ্টা বরাবরে একটি স্মারকলিপি জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসানের কাছে প্রদান করেন।