বাংলাদেশ ব্যাংকের ৪ শীর্ষ কর্মকর্তার পদত্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ০২:৫৬:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৪৭ বার পড়া হয়েছে
পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের চার ডেপুটি গভর্নর। পদত্যাগকৃতরা হলো- খুরশিদ আলম, মাসুদ বিশ্বাস,কাজী সাইদুর রহমান, আবু ফারা, মো. নাসের। সোমবার (১২ আগস্ট) দুপরে তারা পদত্যাগ করেন।
এর আগে কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার কর্মকর্তাকে সোমবার দুপুর একটার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুর সাড়ে ১২ দিকে ব্যাংকের প্রধান কার্যালয়ে এই আলটিমেটাম দেন মহিউদ্দিন রনি।
শুক্রবার (৯ আগস্ট) দুপুরে পদত্যাগ করেন ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ২০২২ সালের ১১ জুন গভর্নর হিসেবে চার বছর মেয়াদে নিয়োগ পান আব্দুর রউফ তালুকদার। তবে তিনি যোগ দেন ওই বছরের ১২ জুলাই। গভর্নর হিসেবে যোগ দেয়ার আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ছিলেন।
সোমবার (৫ আগস্ট) গণ-আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। টানা ১৬ বছরের আওয়ামী লীগের নজিরবিহীন দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে।