ঢাকা ০৯:০৪ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

বর্ষার প্রথম দিন

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪ ২২১ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পহেলা আষাঢ়। বর্ষা ঋতুর প্রথম দিন আজ শনিবার (১৫ জুন)। ঋতু বৈচিত্র্যে দেশের প্রকৃতি সেজেছে নতুন সাজে। গরমে হাঁসফাঁসের দিন পেরিয়ে ঝড়-বৃষ্টির দিন শুরু। দিন গণনার হিসাবে আজ আষাঢ়ের প্রথম দিবস।

ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমন্ডিত ও প্রাণপ্রার্চুর্যে ভরা বর্ষা ঋতুকে স্বাগত জানাতে এদিন বাংলা একাডেমীর নজরুল মঞ্চে পসরা সাজায় উদীচী শিল্পগোষ্ঠী বর্ষা উৎসব পালন করে থাকে। বর্ষাকে স্বাগত জানানোর আয়োজনে জীবন ও পরিবেশের সাথে মিলিয়ে সৃষ্টি হয় প্রাণের স্পন্দন।

আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষাকাল মানেই মেঘ, বৃষ্টি, প্রেম, নতুন প্রাণ, জেগে ওঠার গান। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘এই জল ভালো লাগে;- বৃষ্টির রুপালি জল কত দিন এসে/ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল- চোখের উপরে/তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে,- আবেগের ভরে।’

বর্ষার পানিতে নদীনালা, খালবিল ভরে ওঠে। সঞ্চার হয় নতুন প্রাণের। তাই বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। এক পশলা বৃষ্টি যে নতুন মাত্রা নিয়ে আসে জীবনে, তা অন্যকিছুতেই পাওয়া যায় না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বর্ষার প্রথম দিন

সংবাদ প্রকাশের সময় : ০১:৩৫:১১ পূর্বাহ্ন, শনিবার, ১৫ জুন ২০২৪

পহেলা আষাঢ়। বর্ষা ঋতুর প্রথম দিন আজ শনিবার (১৫ জুন)। ঋতু বৈচিত্র্যে দেশের প্রকৃতি সেজেছে নতুন সাজে। গরমে হাঁসফাঁসের দিন পেরিয়ে ঝড়-বৃষ্টির দিন শুরু। দিন গণনার হিসাবে আজ আষাঢ়ের প্রথম দিবস।

ষড়ঋতুর অন্যতম সৌন্দর্যমন্ডিত ও প্রাণপ্রার্চুর্যে ভরা বর্ষা ঋতুকে স্বাগত জানাতে এদিন বাংলা একাডেমীর নজরুল মঞ্চে পসরা সাজায় উদীচী শিল্পগোষ্ঠী বর্ষা উৎসব পালন করে থাকে। বর্ষাকে স্বাগত জানানোর আয়োজনে জীবন ও পরিবেশের সাথে মিলিয়ে সৃষ্টি হয় প্রাণের স্পন্দন।

আষাঢ় ও শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল। বর্ষাকাল মানেই মেঘ, বৃষ্টি, প্রেম, নতুন প্রাণ, জেগে ওঠার গান। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ বলেছেন, ‘এই জল ভালো লাগে;- বৃষ্টির রুপালি জল কত দিন এসে/ধুয়েছে আমার দেহ- বুলায়ে দিয়েছে চুল- চোখের উপরে/তার শান্ত স্নিগ্ধ হাত রেখে কত খেলিয়াছে,- আবেগের ভরে।’

বর্ষার পানিতে নদীনালা, খালবিল ভরে ওঠে। সঞ্চার হয় নতুন প্রাণের। তাই বর্ষা আমাদের জন্য আশীর্বাদ। এক পশলা বৃষ্টি যে নতুন মাত্রা নিয়ে আসে জীবনে, তা অন্যকিছুতেই পাওয়া যায় না।