সংবাদ শিরোনাম ::
বগুড়ায় যুবদল নেতাকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
অনন্ত সেলিম ,বগুড়া
- সংবাদ প্রকাশের সময় : ১০:৪৫:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ৫৮ বার পড়া হয়েছে
বগুড়া শহরের ঠনঠনিয়া হাড়িপাড়া বটতলা এলাকায় যুবদল নেতা বাপ্পীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মেহেদী হাসান বাপ্পী শহর যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক ছিলেন। বর্তমানে তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটার এই হামলার ঘটনা ঘটে।
যুবদলের একটি সূত্র জানায়, বাপ্পী এবং সুরুজ নামে যুবদলের নেতার দুই গ্রুপের মধ্যে বিভিন্ন বিষয়ে দীর্ঘদিন ধরে মতবিরোধসহ পূর্ব শত্রুতার জেরের প্রেক্ষিতে এই হামলার ঘটনা ঘটে থাকতে পারে। মেডিকেল ফাঁড়ির( ইনচার্জ) পুলিশ কর্মকর্তা লালন জানান, বাপ্পীর শরীরের একাধিক জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাতের চিহ্ন রয়েছে।
বর্তমানে তিনি শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা এখন আশংকামুক্ত।