ঢাকা ১১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫০

বাংলা টাইমস ডেস্ক
  • সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ২৩ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাতটায় উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও তাদের লোকজনের সাথে একই এলাকার আওলাদ মিয়ার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় আওলাদ মিয়ার পক্ষের সাগর মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সাংঘর্ষিক স্ট্যাটাস দেন। এরই জের ধরে ফয়েজ আহমেদ খেলু পক্ষের আকাশ মিয়ার সাথে সাগর মিয়ার বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। 

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে রাহিম মিয়া (২০) নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ফেসবুকে একটি পোষ্টের জের ধরে এই সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ফেসবুকে স্ট্যাটাস দেয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫০

সংবাদ প্রকাশের সময় : ০৫:১৩:০২ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

হবিগঞ্জের আজমিরীগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে প্রায় তিন ঘন্টাব্যাপী সংঘর্ষ হয়েছে। এ সময় উভয় পক্ষের অন্তত ৫০ জন আহত হন।

রোববার (১ সেপ্টেম্বর) সকাল সাতটায় উপজেলার জলসুখা ইউনিয়নের ইসবপুরে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জলসুখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়েজ আহমেদ খেলু ও তাদের লোকজনের সাথে একই এলাকার আওলাদ মিয়ার লোকজনের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো।

শনিবার (৩১ আগষ্ট) সন্ধ্যায় আওলাদ মিয়ার পক্ষের সাগর মিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি সাংঘর্ষিক স্ট্যাটাস দেন। এরই জের ধরে ফয়েজ আহমেদ খেলু পক্ষের আকাশ মিয়ার সাথে সাগর মিয়ার বাকবিতন্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এর জের ধরে রবিবার সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়। 

আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে রাহিম মিয়া (২০) নামে একজনের অবস্থা গুরুত্বর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ডালিম আহমেদ বলেন, ফেসবুকে একটি পোষ্টের জের ধরে এই সংঘর্ষ বাঁধে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।