সংবাদ শিরোনাম ::
প্রশ্নফাঁস: পরীক্ষা বাতিলের দাবি প্রকৌশলীদের
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০২:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুলাই ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
প্রশ্নফাঁসের অভিযোগ তুলে পরীক্ষা বাতিলের দাবিতে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সামনে বিক্ষোভ করেন চাকরি প্রত্যাশী ডিপ্লোমা প্রকৌশলীরা।
মঙ্গলবার (৯ জুলাই) সকালে আগারগাঁওয়ে বিপিএসসির সামনে চাকরি প্রত্যাশী এই মানববন্ধন হয়।
মানববন্ধনে অংশ নেয়া চাকরিপ্রত্যাশীদের দাবি-রেল মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশে রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদের পরীক্ষা চলতি মাসের ৫ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সেই পরীক্ষায় প্রশ্ন ফাঁস হয়েছে। ফলে পরীক্ষা বাতিল করতে হবে। একই সাথে প্রশ্ন ফাঁসের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও পুনরায় নিয়োগ পরীক্ষা দ্রুত সম্পন্ন করতে হবে।
চাকরিপ্রত্যাশীরা মানববন্ধন শেষে পিএসসির দক্ষিণ গেটের সামনে জড়ো হন। এ সময় তারা ‘প্রশ্ন ফাঁসের পরীক্ষা বাতিল চাই, বাতিল চাই’, ‘বঙ্গবন্ধুর বাংলায়, দুর্নীতির ঠাঁই নাই’ স্লোগান দিতে থাকেন।