সংবাদ শিরোনাম ::
প্রতিদিন ৫ ঘণ্টা বন্ধ সিএনজি স্টেশন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৯:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মার্চ ২০২৪ ১১৯ বার পড়া হয়েছে
রমজানে দেশের সিএনজি স্টেশনগুলো প্রতিদিনি ৫ ঘন্টা বন্ধ থাকবে। সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী ৬ এপ্রিল পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত ফিলিং ষ্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উৎপাদনে জ্বালানি পণ্যটির ব্যবহার বাড়াতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
মঙ্গলবার (১২ মার্চ) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।
বিঞ্জপ্তিতে বলা হয়, ৭ থেকে ১৮ এপ্রিল পর্যন্ত সিএনজি স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। কারণ, সামনে রয়েছে পবিত্র ঈদুল ফিতর।
মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে জ্বালানি সরবরাহের সুবিধার্থে উদ্যোগ নিতে হবে। ১৯ এপ্রিল থেকে আগের মতো সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনগুলো বন্ধ থাকবে।