সংবাদ শিরোনাম ::
‘পুলিশ দিয়ে নয়, সরবরাহ বাড়িয়ে বাজার নিয়ন্ত্রণ করতে হবে’
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০১:৩৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২ এপ্রিল ২০২৪ ১৭০ বার পড়া হয়েছে
বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, দেশের বাজারে যাতে পণ্য সংকট না হয়, সেই লক্ষ্যে সংকট তৈরির আগেই আমদানির উদ্যোগ নেওয়া হবে।
মঙ্গলবার (২ এপ্রিল) সকালে ভারতীয় পেঁয়াজ বিক্রির কার্যক্রম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আরও বলেন, নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে প্রয়োজনে যে কোনো দেশ থেকে পণ্য আমদানি করতে সরকার প্রস্তুত রয়েছে।
বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, পুলিশ দিয়ে বাজার নিয়ন্ত্রণ সম্ভব নয়, সরবরাহ বাড়িয়েই বাজার নিয়ন্ত্রণ করতে হবে। ভারতীয় পণ্য নিয়ে রাজনীতি না করার আহ্বান জানান তিনি।
টিসিবির কার্ডধারী ছাড়াও সাধারণ মানুষ ৪০ টাকা কেজি দরে সর্বোচ্চ আড়াই কেজি পেঁয়াজ কিনতে পারবেন। ভারত থেকে আমদানি করা এক হাজার ৬৫০ টন পেঁয়াজ ঢাকার ১০৩টি, চট্টগ্রামে ৫৫টি এবং গাজীপুরের ২২টি স্পটে বিক্রি করবে টিসিবি।