পুকুর দখলের অভিযোগে বিএনপি নেত্রী শিরিনের সব পদ স্থগিত
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৩৭:০২ অপরাহ্ন, সোমবার, ১২ অগাস্ট ২০২৪ ৫২ বার পড়া হয়েছে
বলপ্রয়োগ করে একটি পাবলিক পুকুর দখলের অভিযোগে বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিনের সব পদ ও রাজনৈতিক ও সাংগঠনিক সব কার্যক্রম থেকে স্থগিত করেছে দলের কেন্দ্রীয় কমিটি। দলের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর ব্রাউন কম্পাউন্ড এলাকার প্রায় ১০ কোটি টাকা মূল্যের জনগণের ব্যবহার্য একটি বড় পুকুরকে নিজেদের দাবি করে প্রতি রাতে ট্রাকে বালি এনে ভরাট করছিলেন বিলকিস জাহান শিরিন ও তার ভাই। খবর পেয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক জহিরুল ইসলাম স্থানীয় পরিদর্শন করে জানান শিরিনের বিরুদ্ধে মামলা করা হবে। অবশ্য শিরিনকে পুকুরটি পূর্বাবস্থায় ফিরিয়ে দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, বরিশালের এককালীন জমিদার এমটি ব্রাউনের স্ত্রী পুকুরটি ১৯২২ সনে স্থানীয় জনসাধারনের ব্যবহারের জন্য পুকুরটি খনন করেছিলেন।