পিসিসিপি’র ঢাকা মহানগর শাখার কমিটি অনুমোদন
- সংবাদ প্রকাশের সময় : ১২:০৬:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৮ সেপ্টেম্বর ২০২৪ ১৫৬ বার পড়া হয়েছে
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি)’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমানের নেতৃত্বাধীন রাসেল মাহমুদ সভাপতি ও মো. রিয়াজুল হাসানকে সাধারণ সম্পাদক করে ঢাকা মহানগর ছাত্র পরিষদ (পিসিসিপি) ঢাকা মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ঢাকার পুরানা পল্টনে একটি হোটেল রাসেল মাহমুদ সভাপতি ও সাধারণ সম্পাদক মো. রিয়াজুল হাসানের নাম ঘোষনা করে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি ঢাকা মহানগর শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়।
নবাগত কমিটির সদস্যদের উদ্দেশ্যে নির্দেশনা প্রদান করে তিনি বলেন, এই আংশিক কমিটিকে আপনার আগামী এক মাসের ভিতর ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি করবেন এবং কেন্দ্রীয় কমিটির দপ্তরে জমা তা দিবেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিসিএনপি’র কেন্দ্রীয় চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন পিসিসিপি’র মনিটরিং কমিটির আহবায়ক ও কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য শেখ আহমেদ রাজু, স্থায়ী কমিটির সদস্য রেজাউল করিম মাষ্টার, কেন্দ্রীয় পিসিএনপি’র দপ্তর সম্পাদক মো. শাহজালাল, কেন্দ্রীয় পিসিসিপি’র সাবেক সভাপতি আতাউর রহমান সহ ঢাকা বিশ্ববিদ্যালয় ও ঢাকা মহানগর ছাত্র পরিষদের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে ঢাকা মহানগর ছাত্র পরিষদের সভাপতি রাসেল মাহমুদ ও মো. রিয়াজুল হাসানকে সাধারণ সম্পাদক করে ১৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয় ও সাংগঠনিক কার্যক্রম পরিচালনার জন্য অনুমোদন দেয়া হয়।
পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে পিসিসিপি ঢাকা মহানগর শাখার নবগঠিত কমিটিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।