পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ
- সংবাদ প্রকাশের সময় : ০৮:৪৩:১৭ অপরাহ্ন, বুধবার, ২১ অগাস্ট ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাফিজা খাতুন পদত্যাগ করেছেন। বুধবার (২১ আগস্ট) দুপুর তিনি এই পদত্যাগপত্র জমা দেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম জানান, সদ্য সাবেক ভিসির পিএস তাকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি অবহিত করেন। এর আগে মঙ্গলবার ভোরে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।
এর আগে ২০২২ সালের ১১ এপ্রিল ড. হাফিজা খাতুন এর নিয়োগের প্রজ্ঞাপন জারি হয়। তিনি তার পরদিন পাবিপ্রবিতে যোগদান করেন।
শিক্ষার্থীদের দাবীর প্রেক্ষিতে ১০ আগস্ট সাবেক প্রক্টর ড. মো. কামাল হোসেন এবং ছাত্র উপদেষ্টা নাজমুল হোসেন পদত্যাগ করেন। এরপর পুরো প্রক্টরিয়াল বডিতে পরিবর্তন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
গত ১৪ আগস্ট নতুন প্রক্টর হিসেবে দায়িত্ব দেওয়া হয় ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাসুদ রানাকে। একই সঙ্গে ইন্টারন্যাশনাল কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক ইমরান হোসেনকে ছাত্র উপদেষ্টা করা হয়।