সংবাদ শিরোনাম ::
পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে টাস্কফোর্স গঠন
নিজস্ব প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ০৪:৩১:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪ ৭১ বার পড়া হয়েছে
বিদেশে পাচার হওয়া অর্থ ফেরত আনতে টাস্কফোর্স গঠন করা হয়েছে। এ ত্যথ জানিয়েছেন অর্থ ও বাণিজ্য বিষয়ক উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এ কথা জানান তিনি।
অর্থ ও বাণিজ্য উপদেষ্টা বলেন, ঋণখেলাপীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে। হুট করে পণ্যমূল্য কমানো সম্ভব না, তবে কমানোর চেষ্টা করা হচ্ছে। পণ্যের দাম যাতে কমে আসে, সেজন্য কিছু পণ্যের শুল্ক কমানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অর্থ খাতে একমাসে অনেক কাজ দৃশ্যমান জানিয়ে ড. সালেহ উদ্দিন আহমেদ আশা প্রকাশ করেন, আগামী কয়েক মাসের মধ্যে পণ্যের দাম আরও কমে আসবে। ব্যাংক খাতে সংস্কারের উদ্যোগ নেয়া হয়েছে। সেক্ষেত্রে দুর্বল ব্যাংকগুলোর দিকে প্রথমে নজর দেয়া হচ্ছে।