পসাগরে ডুবে গেছে ফিশিংবোট, ১৩ জেলে উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০৭:৪৬:০২ অপরাহ্ন, বুধবার, ২৫ সেপ্টেম্বর ২০২৪ ৫৪ বার পড়া হয়েছে
বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে একটি ফিশিংবোট ডুবে গেছে। ডুবে যাওয়া বোটের ভাসমান ১৩ জেলেকে অন্য বোটের জেলেরা উদ্ধার করে দুবলার আলোরকোলে নিয়ে এসেছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে কে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে এ বোট ডুবির ঘটনা ঘটে।
ডুবে যাওয়া ফিশিংবোট এফবি রাজা-১ এর মালিক পিরোজপুর সদরের মোঃ রাজা শেখ বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে মোবাইল ফোনে বলেন, তার মালিকানাধীন ফিশিংবোটের জেলেরা সাগরে ঝড়ের কবলে পড়ে উপকূলে ফিরে আসার পথে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সাগরের বঙ্গবন্ধু চরের দক্ষিণে গভীর সাগরে ফিশিংবোটটি ডুবে যায়। ডুবে যাওয়া বোটের ১৩ জন জেলে সাগরে ভাসতে থাকে। এসময় এফবি হাবিবা নামে একটি ট্রলারের জেলেরা ভাসমান ১৩ জেলেকে উদ্ধার করে।
জেলেপল্লী দুবলা ফরেষ্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেষ্ট রেঞ্জার মোঃ খলিলুর রহমান বলেন, সাগরে ফিশিংবোট ডুবি এবং জেলে উদ্ধারের কোন খবর তার জানা নেই।