ঢাকা ০৬:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ৮ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পরিচয় গোপন রেখে কাউকে গ্রেপ্তার করা যাবে না

নিজস্ব প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪ ৬৯ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাউকে গ্রেপ্তারের সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের পরিচয় দিতে হবে। পরিচয় গোপন রেখে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

বিঞ্জপ্তিতে বলা হয়, কোনো অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ অভিযানসহ যেকোনো অভিযানের ক্ষেত্রে এ নির্দেশনা মানতে হবে।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানোর কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ৪ সেপ্টেম্বর (বুধবার) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে এ যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, শনিবার (৩১ আগস্ট) সারাদেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা তিন হাজার ৮৭২টি। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া তিন হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর গুলি উদ্ধার করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড। এছাড়া ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

অন্যদিকে যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের লাইসেন্স স্থগিত করা হয়েছে, তা মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, হণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পরিচয় গোপন রেখে কাউকে গ্রেপ্তার করা যাবে না

সংবাদ প্রকাশের সময় : ১১:৫৮:০৭ অপরাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০২৪

কাউকে গ্রেপ্তারের সময় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীকে নিজের পরিচয় দিতে হবে। পরিচয় গোপন রেখে কাউকে গ্রেপ্তার করা যাবে না। এমন নির্দেশনা দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিঞ্জপ্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান।

বিঞ্জপ্তিতে বলা হয়, কোনো অভিযান চালানোর সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নিজেদের পরিচয় দিয়ে গ্রেপ্তার করতে হবে। পরিচয় না দিয়ে কোনো কাউকে গ্রেপ্তার করা যাবে না বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। যৌথ অভিযানসহ যেকোনো অভিযানের ক্ষেত্রে এ নির্দেশনা মানতে হবে।

এর আগে রোববার (১ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ অভিযান চালানোর কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। আগামী ৪ সেপ্টেম্বর (বুধবার) থেকে অবৈধ অস্ত্র উদ্ধারে এ যৌথ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে, শনিবার (৩১ আগস্ট) সারাদেশের বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া পুলিশের আরও ৫৬৮ অস্ত্র উদ্ধার হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া অস্ত্রের সংখ্যা তিন হাজার ৮৭২টি। গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এখন পর্যন্ত লুট হওয়া তিন হাজার ৮৭২টি অস্ত্র উদ্ধার করা হয়েছে। আর গুলি উদ্ধার করা হয়েছে ২ লাখ ৮৬ হাজার ২১৬ রাউন্ড। এছাড়া ২২ হাজার ২০১টি টিয়ার শেল এবং ২ হাজার ১৩৯টি সাউন্ড গ্রেনেড উদ্ধার করা হয়।

অন্যদিকে যেসব আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদের লাইসেন্স স্থগিত করা হয়েছে, তা মঙ্গলবারের (৩ সেপ্টেম্বর) মধ্যে সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার নির্দেশনা দেয়া হয়। কোনো ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে নিকটস্থ থানায় জমা দেয়ার জন্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।

উল্লেখ্য, হণ অভ্যুত্থানের মুখে ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর উদ্ভূত পরিস্থিতিতে সারাদেশে বিভিন্ন থানা ও ফাঁড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। অনেক থানা থেকে অস্ত্র-গোলাবারুদ লুট করে নেয় উচ্ছৃঙ্খল জনতা।