‘পরজীবী আন্দোলন কখনো সফল হবে না’
- সংবাদ প্রকাশের সময় : ০৭:১৭:২৩ অপরাহ্ন, বুধবার, ৩ জুলাই ২০২৪ ৮৫ বার পড়া হয়েছে
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সরকার পতনে নিজেদের আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন শিক্ষক আর কোটা আন্দোলনের ওপর ভর করেছে।
বুধবার (৩ জুলাই) বিকেলে সাভারের হেমায়েতপুর বাসস্ট্যান্ডে ঢাকা জেলা আওয়ামী লীগ উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই কথা বলেন।
এ সময় ওবায়দুল কাদের বলেন, বিএনপির ভুয়া দলের ভুয়া কর্মসূচি। আন্দোলনে ব্যর্থ হয়ে তারা (বিএনপি) এখন কোটা আর শিক্ষক আন্দোলনের ওপর ভর করেছে। এই পরজীবী আন্দোলন কখনো সফল হবে না।
তিনি বলেন, আন্দোলনের হাট ভেঙে বিএনপি পরজীবী এখন হয়ে পড়েছে। তাদের মনের জোর কমে গেছে। তবে বেড়েছে গলার জোর।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, রাজনীতিতে বিএনপি বেপরোয়া চালক। এখন বিএনপি চালায় তারেক রহমান। লন্ডনের ফরমায়েশে বিএনপির কার কখন পদ যায়, দলের নেতারা সেই আতংকে আছেন।
তিনি বলেন, আওয়ামী লীগ দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়বে । দেশকে দুর্নীতিমুক্ত করতেই হবে। জনপ্রতিনিধিরা সৎ হলে দুর্নীতিবাজরা পালিয়ে যাবে। কাজেই জনপ্রতিনিধিদের সৎ হতে হবে।