ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৬ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ

পয়েন্ট টেবিলের দুইয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক
  • সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলে নিজেদের ছন্দ ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। রোববার (১৯ জানুয়ারি) বরিশাল হারিয়েছে স্বাগতিক ক্লাব চিটাগং কিংসকে। চিটাগংয়ের বিপক্ষে ছয় উইকেটে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বরিশাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে চিটাগং। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২১ রান তোলে তারা। জবাবে ১৬.৫ ওভার চার উইকেট হারিয়ে ১২২ রান করে বরিশাল। নোঙর ফেলে জয়ের বন্দরে।

এই সহজ লক্ষ্যে খেলতে নেমে  অধিনায়ক তামিম ইকবালকে হারায় বরিশাল। আট রান করে তিনি রানআউট হন। ব্যর্থ হন তাওহিদ হৃদয়ও। তার ব্যাট থেকে আসে এক রান। তবে, আরেক ওপেনার ডেভিড মালান তুলে নেন অর্ধশতক। ৪১ বলে ৫৬ রানে অপরাজিত মালান মাঠ ছাড়েন দলকে ম্যাচ জিতিয়েই।

মাঝে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ যথাক্রমে ১১ ও ১৬ রানে বিদায় নেন। তাতে খুব বেশি বিপদে পড়েনি বরিশাল। ৫৩ রানে চার উইকেট হারানোর পর আর কোনো বিপদ হয়নি দলটির। মালানের সঙ্গে জুটি গড়েন মোহাম্মদ নবী। মালান ও নবীর জুটিতে আসে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি। নবী অপরাজিত থাকেন ২১ বলে ২৬ রানে।

চিটাগংয়ের পক্ষে ২৭ রানে খালেদ নেন দুই উইকেট। ৩৩ রান খরচায় এক উইকেট পান আরাফাত সানি।

ব্যাট হাতে শুরুটা খারাপ হয়নি চিটাগংয়ের। দুই ওপেনার উসমান খান ও পারভেজ হাসান ইমনের ব্যাটে যোগ হয় ২১ রান। এরপরই ছন্দপতন। মাত্র ১৯ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরও চার ব্যাটার। যার ফলে ৩৯ রানের মাথায় ফেরেন দলটির ৫ ব্যাটার। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটির ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২১ রানে থামে চিটাগং। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পয়েন্ট টেবিলের দুইয়ে বরিশাল

সংবাদ প্রকাশের সময় : ০৬:০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫

বিপিএলে নিজেদের ছন্দ ধরে রেখেছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। রোববার (১৯ জানুয়ারি) বরিশাল হারিয়েছে স্বাগতিক ক্লাব চিটাগং কিংসকে। চিটাগংয়ের বিপক্ষে ছয় উইকেটে পাওয়া জয়ে পয়েন্ট টেবিলের দুইয়ে উঠে এসেছে বরিশাল।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করে চিটাগং। ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১২১ রান তোলে তারা। জবাবে ১৬.৫ ওভার চার উইকেট হারিয়ে ১২২ রান করে বরিশাল। নোঙর ফেলে জয়ের বন্দরে।

এই সহজ লক্ষ্যে খেলতে নেমে  অধিনায়ক তামিম ইকবালকে হারায় বরিশাল। আট রান করে তিনি রানআউট হন। ব্যর্থ হন তাওহিদ হৃদয়ও। তার ব্যাট থেকে আসে এক রান। তবে, আরেক ওপেনার ডেভিড মালান তুলে নেন অর্ধশতক। ৪১ বলে ৫৬ রানে অপরাজিত মালান মাঠ ছাড়েন দলকে ম্যাচ জিতিয়েই।

মাঝে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ যথাক্রমে ১১ ও ১৬ রানে বিদায় নেন। তাতে খুব বেশি বিপদে পড়েনি বরিশাল। ৫৩ রানে চার উইকেট হারানোর পর আর কোনো বিপদ হয়নি দলটির। মালানের সঙ্গে জুটি গড়েন মোহাম্মদ নবী। মালান ও নবীর জুটিতে আসে অবিচ্ছিন্ন ৬৯ রানের জুটি। নবী অপরাজিত থাকেন ২১ বলে ২৬ রানে।

চিটাগংয়ের পক্ষে ২৭ রানে খালেদ নেন দুই উইকেট। ৩৩ রান খরচায় এক উইকেট পান আরাফাত সানি।

ব্যাট হাতে শুরুটা খারাপ হয়নি চিটাগংয়ের। দুই ওপেনার উসমান খান ও পারভেজ হাসান ইমনের ব্যাটে যোগ হয় ২১ রান। এরপরই ছন্দপতন। মাত্র ১৯ রানের মাথায় ফেরেন টপঅর্ডারের আরও চার ব্যাটার। যার ফলে ৩৯ রানের মাথায় ফেরেন দলটির ৫ ব্যাটার। ব্যাট হাতে সর্বোচ্চ ৩৫ রান আসে মোহাম্মদ মিথুনের ব্যাট থেকে।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি দলটির ব্যাটাররা। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১২১ রানে থামে চিটাগং। বরিশালের হয়ে সর্বোচ্চ ৩টি করে উইকেট নেন রিপন মন্ডল ও ফাহিম আশরাফ।