নিয়ামতপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- সংবাদ প্রকাশের সময় : ০৪:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪ ৫৯ বার পড়া হয়েছে
নওগাঁর নিয়ামতপুরে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ ১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী মোঃ মোস্তাফিজুর রহমানের ও নিয়ামতপুর উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় নিয়ামতপুর সরকারি কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সঞ্চালনা করেন জিএম কাউসারুল ইসলাম রতন,
সহ সভাপতি নওগাঁ জেলা ছাত্রদল ও যুগ্ম আহবায়ক যুবদল নিয়ামতপুর উপজেলা। এ সময় উপস্থিত ছিলেন, আহ্বায়ক নিয়ামতপুর উপজেলা বিএনপির মোঃ ইসাহাক আলী, যুগ্ন আহ্বায়ক যুবদল নিয়ামতপুর উপজেলা মোঃ শাফিউল্লাহ সোনার,আহ্বায়ক যুবদল উপজেলা সদস্য, মোঃ সামাদ সোনার, যুগ্ন আহ্বায়ক ৮ নং ইউনিয়ন বিএনপির মোঃ মঞ্জুরুল ইসলাম রাসেল, যুগ্ন আহ্বায়ক ৭নং ইউনিয়ন বিএনপির মোঃ মিলন, সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মী। প্রধান অতিথি মোঃ মোস্তাফিজুর রহমান বক্তব্যে বলেন দেশের বন্যা পরিস্থিতির কারণে বিভিন্ন জেলার মানুষ অনেক সমস্যার মধ্যে দিয়ে জীবন যাপন করছেন। এজন্যই প্রতিষ্ঠা বার্ষিকী ঘটা করে পালন না করে দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে সীমিত পরিসরে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বক্তব্যে আরোও বলেন বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা আমরা যেই স্বাদ পেয়েছি সেটা রক্ষা করতে হবে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন,
আর বর্তমান সময়ে যেসব কর্মকাণ্ড দেখছি পুকুর দখল হার্ট দখল ডিব দখল এসব কর্মকাণ্ড কখনোই কোন জাতীয়তাবাদী আদর্শে বিশ্বাসী নেতাকর্মী করতে পারে না অতএব এখন আমাদের দেশ গড়ার সময় সমস্ত রাগ-অভিমান ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে এ দেশটাকে সোনার দেশে রূপান্তরিত করতে হবে।
তিনি বন্যয় ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতা করার জন্য দলীয় নেতাকর্মীদের সকলকে আহ্বান জানান।