‘নিখোঁজ’ এমপি আনোয়ারুল, নেপথ্যে কি কারণ?

- সংবাদ প্রকাশের সময় : ০৫:৫২:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৯ মে ২০২৪ ১৬৩ বার পড়া হয়েছে
ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার গত তিনদিন ধরে নিখোঁজ রয়েছেন। এ নিয়ে তার পরিবার উদ্বিগ্ন। এপির পরিবারের সদস্যরা তার সাথে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন রয়েছে। এমপির ব্যক্তিগত সহকারী (পিএস) আব্দুর রউফ এ তথ্য নিশ্চিত করেন। রোববার (১৯ মার্চ) এ ঘটনাটিমিন্টু রোডে ডিবি কার্যালয়ে গিয়ে অভিহিত করেন।
এমপির পিএস আব্দুর রউফ জানান, চলতি মাসের ১১ মে এমপি আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে যান। কিন্তু এরপর তিনদিন পেরিয়ে গেলেও পরিবারের সদস্যরা তার সাথে কোন যোগাযোগ করতে পারেননি। বিষয়টি তিনি প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।
সংসদ সদস্যের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন এ বিষয়ে জানান, গত তিনদিন ধরে বাবার সাথে যোগাযোগ নেই। তবে জানতে পেরেছি তিনি ভারতেই আছেন। আমার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।
কালীগঞ্জ থানার ওসি মো. আবু আজিফ জানান, বিষয়টি মৌখিকভাবে শুনেছি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার চিকিৎসার জন্য ভারতে গিয়েছেন। তবে এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ করা হয়নি।