সংবাদ শিরোনাম ::
নতুর রেকর্ড গড়লেন সাকিব
ক্রীড়া প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪০:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪ ৮৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ক্যারিয়ারে রেকর্ড ভাঙা গড়ার মধ্য দিয়েই যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। এবার ব্যাট-বলের পারফরম্যান্স নয়, জাতীয় দলের হয়ে সবচেয়ে বেশি বয়সে দেশকে প্রতিনিধিত্ব করার রেকর্ড গড়লেন মিস্টার সেভেনটি ফাইভ। ভেঙে দিলেন মোহাম্মদ রফিকের রেকর্ড।
শনিবার (২১ সেপ্টেম্বর) চেন্নাই টেস্টের তৃতীয় দিন সাকিব যখন খেলতে নামেন, তখন তার বয়স ৩৭ বছর ১৮১ দিন। অন্যদিকে রফিক তার শেষ টেস্ট ম্যাচটি খেলেছিলেন ৩৭ বছর ১৮০ দিন বয়সে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ খেলে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে যান এই বাঁ-হাতি স্পিনার।
টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে খেলার রেকর্ডটি উইলফ্রেড রোডসের। ১৯৩০ সালে নিজের শেষ টেস্টটি ৫২ বছর ১৬৫ দিনে খেলেছিলেন এই ইংলিশ ক্রিকেটার।