সংবাদ শিরোনাম ::
দাম কমলো জ্বালানি তেলের
অর্থনৈতিক প্রতিবেদক
- সংবাদ প্রকাশের সময় : ১২:০০:২৬ অপরাহ্ন, শনিবার, ৩১ অগাস্ট ২০২৪ ৪০ বার পড়া হয়েছে
দেশের বাজারে কমলো জ্বালানি তেলের দাম। নতুন দর অনুযায়ী ডিজিলে কমেছে এক টাকা ২৫ পয়সা। এছাড়া অকটেন-পেট্রোলের দাম কমেছে লিটারে ৬ টাকা। নতুন দাম শনিবার (৩১ আগস্ট) রাত ১২টা থেকে কার্যকর করা হবে।
শনিবার (৩১ আগস্ট) এ তথ্য জানান অন্তর্বর্তীকালীন সরকারের জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। নতুন দর অনুযায়ী অকটেন ১২৫ টাকা, পেট্রোল ১২১ টাকা ও ডিজেল ১০৫ টাকা ২৫ পয়সা বিক্রির সিদ্ধান্ত হয়।
এর আগে, জ্বালানি তেলের দাম নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার জানায়, সেপ্টেম্বর থেকে গ্রাহকরা কম দামে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোল কিনতে পারবে। তবে ডিজেল ও কেরোসিনের তুলনায় অকটেন ও পেট্রলের দাম কমবে বেশি।
চলতি বছরের ১ জুন থেকে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন ১০৬ টাকা ৭৫ পয়সা দরে বিক্রি হচ্ছে। আর প্রতি লিটার অকটেন ১৩১ টাকা ও প্রতি লিটার পেট্রোল ১২৭ টাকা দরে বিক্রি হয়ে আসছে।