ঢাকা ০১:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

ডোমারে ৮ দোকান পুড়ে ছাই

ডোমার (নীলফামারী) প্রতিনিধি
  • সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪ ৫৫ বার পড়া হয়েছে
বাংলা টাইমস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নীলফামারীর ডোমার পৌর কাঁচা বাজার ও সংলগ্ন নূর মার্কেটে ৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৫ জুলাই) রাতেএ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ। এ সময় তার সাথে ছিলেন- পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান টুলু।

শনিবার (৬ জুলাই) দুপুরে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে মতবিনিময় করেন। এসময় দোকানদাররা তাদের নিজ নিজ দোকানের ক্ষতির পরিমাণের বিষয় তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ কাছে।

ব্যবসায়ীরা বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন এনজিওর কাছে ঋণ নিয়ে এ ব্যবসা আমরা করি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,শুক্রবার (৫ জুলাই) রাতে আগুনে পোড়ার গন্ধ পাই এবং এরমধ্যে নিমিষেই দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে ৮টি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

এরপর ডোমার এবং দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ ডের ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিম ব্যবসায়ী রুবেল জানান, রাত তখন পোনে একটার দিকে প্রচন্ড বৃষ্টি চলছে তখন আমি দোকান বন্ধ করে বের হয়ে আগুনে পোড়ার গন্ধ পাই। এরপর ২/৩ মিনিটের মাথায় দেখি দাউদাউ করে আগুন জ্বলছে এবং ফুটতেছে তারপর আমি চিৎকার ও চেচামেচি করলে আরও লোকজন জড়ো হয়। এরমধ্যে ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন ভাইকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।

এ বিষয়ে ডোমার ফায়ার সার্ভিসের লিডার লিটন এবং দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব ভূইয়া জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিলো । রাত ১টা ৩ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত ডোমার ইউনিটের ১৪ জন এবং দেবীগঞ্জ ইউনিটের ৬ জনসহ মোট ২০ জন মিলে দীর্ঘ ডের ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ডোমার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, আমি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে খবর দেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম ক্ষয়ক্ষতি নিরুপন করতে। সরকারি প্রণোদনা কিভাবে দেওয়া যায় এটা যাচাই করার জন্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ডোমারে ৮ দোকান পুড়ে ছাই

সংবাদ প্রকাশের সময় : ০৪:৪৩:০১ অপরাহ্ন, শনিবার, ৬ জুলাই ২০২৪

নীলফামারীর ডোমার পৌর কাঁচা বাজার ও সংলগ্ন নূর মার্কেটে ৮টি দোকান পুড়ে গেছে। শুক্রবার (৫ জুলাই) রাতেএ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ। এ সময় তার সাথে ছিলেন- পৌরসভা ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর মিজানুর রহমান টুলু।

শনিবার (৬ জুলাই) দুপুরে পুড়ে যাওয়া দোকান পরিদর্শনে গিয়ে ক্ষতিগ্রস্ত দোকানদারদের সাথে মতবিনিময় করেন। এসময় দোকানদাররা তাদের নিজ নিজ দোকানের ক্ষতির পরিমাণের বিষয় তুলে ধরেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ কাছে।

ব্যবসায়ীরা বলেন, আমরা ক্ষুদ্র ব্যবসায়ী বিভিন্ন এনজিওর কাছে ঋণ নিয়ে এ ব্যবসা আমরা করি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়,শুক্রবার (৫ জুলাই) রাতে আগুনে পোড়ার গন্ধ পাই এবং এরমধ্যে নিমিষেই দেখি দাউদাউ করে আগুন জ্বলছে। মুহূর্তের মধ্যে ৮টি দোকানের মালামালসহ পুড়ে ছাই হয়ে যায়।

এরপর ডোমার এবং দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা দীর্ঘ ডের ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ডিম ব্যবসায়ী রুবেল জানান, রাত তখন পোনে একটার দিকে প্রচন্ড বৃষ্টি চলছে তখন আমি দোকান বন্ধ করে বের হয়ে আগুনে পোড়ার গন্ধ পাই। এরপর ২/৩ মিনিটের মাথায় দেখি দাউদাউ করে আগুন জ্বলছে এবং ফুটতেছে তারপর আমি চিৎকার ও চেচামেচি করলে আরও লোকজন জড়ো হয়। এরমধ্যে ৩নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন ভাইকে খবর দিলে তিনি দ্রুত ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসে খবর দেন।

এ বিষয়ে ডোমার ফায়ার সার্ভিসের লিডার লিটন এবং দেবীগঞ্জ উপজেলার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজিব ভূইয়া জানান, শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছিলো । রাত ১টা ৩ মিনিট থেকে রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত ডোমার ইউনিটের ১৪ জন এবং দেবীগঞ্জ ইউনিটের ৬ জনসহ মোট ২০ জন মিলে দীর্ঘ ডের ঘন্টা অভিযান চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।

ডোমার পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর আখতারুজ্জামান সুমন বলেন, আমি সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাৎক্ষণিক ভাবে ফায়ার সার্ভিসকে খবর দেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আলম বিপিএএ জানান, ঘটনাস্থলে গিয়েছিলাম ক্ষয়ক্ষতি নিরুপন করতে। সরকারি প্রণোদনা কিভাবে দেওয়া যায় এটা যাচাই করার জন্য।