ডোমারে ইউএনওকে বিদায় সংবর্ধনা প্রদান
- সংবাদ প্রকাশের সময় : ০৯:৪৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ৭২ বার পড়া হয়েছে
নীলফামারীর ডোমারে উপজেলা স্কাউটসের আয়োজনে ইউএনও নাজমুল আলম বিপিএএ’ এর বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার (১লা জুলাই) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের হলরুমে এই বিদায়ী সংবর্ধনার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সরকারি বাসভবন থেকে কাব ও স্কাউটস সদস্যরা গার্ড অন অর্নারের মাধ্যমে বিদায়ী ইউএনওকে অনুষ্ঠান স্থলে নিয়ে আসেন।
উপজেলা স্কাউটসের কমিশনার নাজিরা আখতার চৌধুরী ফেরদৌসীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা স্কাউটসের সভাপতি নাজমুল আলম বিপিএএ।
উপজেলা স্কাউটসের সাধারণ সম্পাদক ও ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক হারুন অর রশীদের সঞ্চালনায় এসময় অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, দিনাজপুর অঞ্চল স্কাউটসের উপ-কমিশনার কোহিনূর ইসলাম, উপজেলা স্কাউটসের সহ-সভাপতি রবিউল আলম, শালকী মুক্ত মহাদলের সম্পাদক শাহিনুল ইসলাম বাবু, স্কাউট আন্দোলনের অন্যতম সারথী বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
আলোচনা সভা শেষে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল আলম বিপিএএ কে সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরিশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।