ডাকাত বাহিনীর প্রধান বেলাল ও তার দুই ভাই গ্রেফতার, অস্ত্র উদ্ধার
- সংবাদ প্রকাশের সময় : ০২:১৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২ জুলাই ২০২৪ ৯৪ বার পড়া হয়েছে
কক্সবাজারের ডাকাত বাহিনীর প্রধান বেলাল হোসেনসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১ জুলাই) রাতে র্যাব সদরদপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১৫’র যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০টি দেশীয় অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করা হয়। মঙ্গলবার (২ জুলাই) ণমাধ্যমে পাঠারো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- ডাকাত দলের সর্দার বেলাল হোসেন, তার দুই ভাই কামাল আহম্মেদ ও আব্দুল মালেক এবং ডাকাত দলের সদস্য নুরুল আমিন।
র্যাবের দাবি, ডাকাত দলের সদস্যরা কক্সবাজারের বিভিন্ন এলাকায় লবণ ও চিংড়ি ঘেরে চাঁদা আদায় করতো। ক্ষেত্রবিশেষ তারা এসব ঘের জোরপূর্বক দখল করে নিতো। ১৯ জুন চিরিঙ্গা ইউনিয়নের চরণদ্বীপ মৌজার গোলদিয়ায় ১০ একরের সাতটি ঘেরে হানা দেয়। এ সময় শতাধিক ফাঁকা গুলি ছুঁড়ে এলাকায় ভীতিকর পরিস্থিতি তৈরি করে। অস্ত্রের মুখে ঘের কর্মচারীদের জিম্মি ও হাত-পা বেঁধে ফেলা হয় এবং শারীরিক নির্যাতন করা হয়।
সোমবার (১ জুলাই) রাতে র্যাব চকরিয়া এলাকায় অভিযান চালিয়ে ডাকাত দলের প্রধান বেলাল হোসেনসহ ৪ জনকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা ডাকাতি, চিংড়ি ঘের দখল ও বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছে।