সংবাদ শিরোনাম ::
ঝালকাঠিতে মাদরাসা থেকে শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বরিশাল ব্যুরো
- সংবাদ প্রকাশের সময় : ১২:৪৩:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ১৮১ বার পড়া হয়েছে
ঝালকাঠিতে মাদরাসা থেকে নবম শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম- মোহাম্মদ মুয়াজ মুনাওয়ার (১৪)।বৃহস্পতিবার (২১ মার্চ) বিকেলে নেছারাবাদ এনএস কামিল মাদরাসার চারতলা থেকে ওই ছাত্রের মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মুয়াজ মুনাওয়ারের বাড়ি নড়াইলের রঘুনাথপুর গ্রামে। তার বাবার নাম-আমিনুর রহমান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ধারণা করা হচ্ছে, গলায় মাফলার পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে আত্মহত্যা করেছে। তবে কী কারণে এই ঘটনা ঘটেছে, তা জানা যায়নি।
ঝালকাঠি সদর থানার ওসি শহিদুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।