সংবাদ শিরোনাম ::
ঝড়ে লন্ডভন্ড পিরোজপুর, এক গৃহবধূর মৃত্যু
পিরোজপুর প্রতিনিধি
- সংবাদ প্রকাশের সময় : ০১:৫৬:১৭ অপরাহ্ন, রবিবার, ৭ এপ্রিল ২০২৪ ১০৮ বার পড়া হয়েছে
১০ মিনিটের কালবৈশাখী ঝড়ে পিরোজপুরে কয়েকশ বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। এসময় এক গৃহবধূ মারা গেছেন। মৃত ওই গৃহবধূর নাম-রুবি। ঝড়ে আহত হয়েছেন আরও ২০ জন। রোববার (৭ এপ্রিল) সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
কালভেশঅখী ঝড়ে মারা যাওয়া গৃহবধূ রুবি পিরোজপুর সদর উপজেলার মরিচাল এলাকার বাসিন্দা। ঝড়ে বিচ্ছিন্ন হয়ে গেছে বিদ্যুৎ সংযোগ। গাছপালা ভেঙে পড়ে পিরোজপুরের সাথে বরিশালের সড়কসহ বিভিন্ন এলাকার যোগাযোগও বন্ধ রয়েছে।
পিরোজপুর জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, কালবৈশাখী ঝড়ে রুবি নামে এক গৃহবধূ মারা ড়েছেন। এছাড়া শতাধিক ঘরবাড়ি ভেঙে গেছে।
তিনি আরও বলেন, ঝড়ে নিহতের পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। ঝড়ে ক্ষয়ক্ষতির পরিমাণ পরে জানানো হবে।