জয়পুরহাটে পুলিশ শূন্য থানা পাহারায় শিক্ষার্থীরা
- সংবাদ প্রকাশের সময় : ০৭:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অগাস্ট ২০২৪ ৬৬ বার পড়া হয়েছে
পদত্যাগ করে শেখ হাসিনার দেশত্যাগের পর বিক্ষুদ্ধ জনতার আক্রমণের শিকার হয়েছে জয়পুরহাট সদর থানা। সোমবার (৫ আগস্ট) বিকেলে তারা থানায় হামলা চালিয়ে অগ্নিসংযোগ করে। এরপর পুলিশ শূন্য হয়ে পড়া থানার পাহারায় রয়েছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুরে গিয়ে এমন চিত্র দেখা গেছে।
জানা যায়, সোমবার বিকেলে আনন্দ মিছিলের এক পর্যায়ে বিক্ষুদ্ধ জনতা জয়পুরহাট থানায় হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ গুলি করেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারেননি। এক পর্যায়ে সেনাবাহিনী গিয়ে সেখানে আটকে থাকা সব পুলিশ সদস্যদের উদ্ধার করে।
সরেজমিন মঙ্গলবার দুপুরে দেখা যায়, থানার প্রধান গেট বন্ধ। ভাঙা অংশ দিয়ে উৎসুক জনতা থানার ভেতর দেখছে। কেউ আপসোস করছে, আবার কেউ সন্তুষ্টি প্রকাশ করছে। ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। কয়েকজন শিক্ষার্থী থানা পাহারা দিচ্ছেন। কাউকে ভেতরে যেতে দিচ্ছেন না।
জয়পুরহাট থানার উপ-পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, থানার অনেক মালামাল পুড়ে গেছে। অনেকেই অনেক কিছু লুট করে নিয়ে গেছে। সেনাবাহিনী আমাদের উদ্ধার করেছে।
জয়পুরহাট থানার ওসি হুমায়ূন কবিরের মুঠোফোনে কল করলে তিনি রিসিভ করেননি। এ কারণে তার বক্তব্য পাওয়া যায়নি।